ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফরিদপুর থেকে নিখোঁজ কিশোর দুই মাস পর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, ডিসেম্বর ১৩, ২০২২
ফরিদপুর থেকে নিখোঁজ কিশোর দুই মাস পর উদ্ধার

ফরিদপুর: ফরিদপুর থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পর সাকিব শেখ (১২) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ ওই কিশোরকে উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মাদারীপুর সদরের ইটেরকুল নামক এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরের বিলমামুদপুর এলাকায়। সে ওই গ্রামের সবুজ শেখের ছেলে।

এর আগে, গত ১১ অক্টোবর ফরিদপুর শহরের আলীপুর মোড়ে পাঁচতারা নামক একটি খাবারের হোটেলে কর্মরত থাকাকালে সে নিখোঁজ হয়। এরপর দীর্ঘদিন তার সন্ধান মিলছিল না। পরে এ ঘটনায় গত ১৬ নভেম্বর ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ