ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুম হওয়া সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
গুম হওয়া সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা: গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রদূত তার বাসায় যান।

এ সময় তিনি সুমনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

সাক্ষাৎ শেষে তিনি তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চলে যান। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

উল্লেখ্য, তেজগাঁও থানা বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এরপর থেকে বিএনপির সহায়তা ও পরামর্শে তার বোন আফরোজা ‘মায়ের ডাক’ নামের সংগঠনের মাধ্যমে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন ও দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।