ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় মসজিদে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় মসজিদে দোয়া মাহফিল

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের জন্য আত্মদানকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।  

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, মো. আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন কেন্দ্রসমূহেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএম

এইচএমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।