ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্বলন

চাঁপাইনবাবগঞ্জ: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্বলন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে শতাধিক মোমবাতি প্রজ্বলন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী সাংগঠনিক তরিকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতারা।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।