ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই এসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই এসআই আহত

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশের দুই এসআই আহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুর রহমান (৪৫) ও সরোয়ার হোসেন (৩০)। তারা দুই জনেই বোয়ালমারী থানায় কর্মরত। আহত দুই এসআইকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, এ দুই পুলিশ সদস্যরা মোটরসাইকেল যোগে ফরিদপুরের উদ্দেশ্য রওনা দেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বাংলানিউজকে বলেন, ফরিদপুরে যাওয়ার পথে মুজুরদিয়া নামক স্থানে একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা থানার দুই এসআই আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।