ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ৩ নৌযানকে ১৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
গজারিয়ায় ৩ নৌযানকে ১৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে দুইটি বাল্কহেড ও একটি যাত্রীবাহি লঞ্চকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জিএম রাশেদুল ইসলাম এ অভিযান পরিচারনা করেন।

এ সময় ওই তিন নৌযানে সার্ভে সনদ ও চালকের সনদ না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম বলেন, মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযানে তিনটি নৌযানে সার্ভে সনদ, চালকের সনদ না থাকায় এবং ডেকে যাত্রী নেওয়ার অপরাধে তিনটি নৌযানের তিনজন চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় গজারিয়া কোস্টগার্ডের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেনসহ কোস্ট গার্ড সদস্যের একটি টিম সেখানে উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।