ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমি মালিকরা পাবেন স্মার্ট কার্ড: ভূমিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ভূমি মালিকরা পাবেন স্মার্ট কার্ড: ভূমিমন্ত্রী

ঢাকা: ভূমি মালিকদের মালিকানা সংক্রান্ত ‘সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ’ স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ কার্ডের মধ্যে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে মন্ত্রী এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মালিকদের একটি আলাদা কার্ড থাকবে। যেটার নাম হবে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ। কার্ডে একজন ব্যক্তির কতটুকু জমি আছে তার আদ্যপান্ত উল্লেখ থাকবে। একজন জমি মালিকের কী আছে, না আছে, তা এতে থাকবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে।

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, যেমন ধরুন কোনো এক ব্যক্তির ২০ কাঠা জমি আছে, সেখান থেকে পাঁচ কাঠা বিক্রি করে ফেললেও তা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।

কবে থেকে এ কার্ড দেওয়া হবে জানতে চাইলে ভূমিমন্ত্রী বলেন, কার্ড দেওয়ার জন্য কাজ চলছে। চলতি অর্থ বছরেই দেওয়া হবে এটি।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।