ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে: প্রণয় ভার্মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে: প্রণয় ভার্মা

সুনামগঞ্জ: ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ‌্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন করেন তিনি।

ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের (ভারতের) যে বন্ধুত্ব রয়েছে, বর্ডার হাটগুলোর মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে এবং বাড়বে। এই হাটগুলো দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। এর পাশাপাশি হাটগুলোর কারণে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থানও বাড়বে।

এ সময় তিনি বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।