ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, ডিসেম্বর ১৫, ২০২২
হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: বাজার তদারকি অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে চাঁদপুরের হাজীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাকিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। অভিযানকালে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সযোগিতায় ছিল।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ হোটেলকে তিন হাজার, বেকারি পণ্যে মূল্য না দেওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে শাহজালাল বেকারিকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আরমান ফার্মেসিকে ১০ হাজারসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ