ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে এলো টিসিবির ৩২শ’ টন ডাল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ভারত থেকে এলো টিসিবির ৩২শ’ টন ডাল

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির ৩২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে, যার প্রতি মেট্রিক টনের দাম পড়েছে ১১৩৬.১৩ মার্কিন ডলার।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এই ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়।

এই মসুর ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সিঅ্যান্ডএফ এজেন্ট।  

এই সিঅ্যান্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে ৪ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করছে। ৩২০০ টন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরে বাকি ১০০০ হাজার টন ডাল আসবে।  

তিনি আরও জানান, এ ডাল আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়েছে ১২৫ টাকা। বন্দর থেকে ডাল দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।  

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল আমদানি করা হয়েছে। এসব ডাল ছাড় হয়ে যাতে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।