ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
গোপালগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটীবাড়ি গ্রামের অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে এগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) মো. শহীদ উল্লা খন্দকার। সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় চারজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, দুইজন শিক্ষার্থীকে স্মার্ট ক্যান ও ২৫৪ শিক্ষার্থীকে শীতবস্ত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।