ঢাকা: যারা উন্নয়ন দেখে না তাদের ‘বুদ্ধিজীবী প্রতিবন্ধী’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নটা যাদের দৃষ্টি আছে তারা দেখবে। আর যারা দৃষ্টি থাকতে অন্ধ তারা দেখবে না। ’
তিনি বলেন, ‘আমাদের কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে যারা, সেই বুদ্ধিজীবীদের মধ্যে কিছু কিছু আবার আছে যারা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী প্রতিবন্ধী; আমি বলব এই বুদ্ধিজীবী প্রতিবন্ধী যারা, বুদ্ধি প্রতিবন্ধী না—এটা হবে বুদ্ধিজীবী প্রতিবন্ধী, এ কারণে বলছি এই বুদ্ধিজীবীরা আসলে প্রতিবন্ধী। কারণ তারা কোনো উন্নয়নই দেখে না। আর কীভাবে আওয়ামী লীগকে হটানো যায় ক্ষমতা থেকে সেই চক্রান্তে ব্যস্ত। ’
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমইউএম/এমজেএফ