ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাংবাদিক জাহিদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, অক্টোবর ২১, ২০২৫
সাংবাদিক জাহিদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাহী সদস্য জাহিদুল ইসলামের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আরএফইডি।

সোমবার (২০ অক্টোবর) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. আল-আমিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর বিএনপির গুলশান কার্যালয়ে সংঘটিত বর্বরোচিত হামলার প্রতিবাদে আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক যৌথ বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর শারীরিক হামলা, মোবাইল ফোন ছিনিয়ে ভাঙচুর, পরিচয়পত্র ছিনতাই এবং হেনস্থা এই ঘটনা মুক্ত সাংবাদিকতা ও সংবাদকর্মীদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আরএফইডি দৃঢ়ভাবে মনে করে, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।