বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষার যৌথ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বিল ও খালে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএম