ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত এবং ছয় যাত্রী আহত হন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে এক প্রবাসীসহ ছয় যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ফেনীতে আসছিলো। পথে চালক ঘুম চলে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং ফেনী সদর হাসপাতালে ভর্তির পর এক নারী যাত্রীর মৃত্যু হয়।
ফেনী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ মাহমুদ জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএইচডি/এনএস