ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে মাটি আনতে গিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
বাবার সঙ্গে মাটি আনতে গিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেল ছেলের

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাবার সঙ্গে মাটি আনতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাঁধন চন্দ্র পাল (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা (চিকার মোড়) গ্রামে এ ঘটনা ঘটে।

বাঁধন ওই গ্রামের তাপস চন্দ্র পালের একমাত্র ছেলে। বাঁধন স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।  

বিষয়টি নিশ্চিত করে হরিণাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান আলী জানান, বাঁধনের বাবা পেশায় কুমার। তিনি মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র-খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বাঁধনকে সঙ্গে নিয়ে স্থানীয় জমি থেকে মাটি নিয়ে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ট্রাক্টরের ঝাঁকিতে শিশুটি নিচে পড়ে গেলে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ শেষকৃত্যের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।