মানিকগঞ্জ: কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম। কুয়াশার ঘনত্বের কারণে পদ্মা নদীর মাঝে আটকে থাকা রজনীগন্ধা নামক ফেরিটি তীরে এসে নোঙর করেছে।
আব্দুল সালাম বলেন, ভোরের দিকে পদ্মা নদীর মাঝে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া-দৌলোদিয়া নৌরুটে অপেক্ষাকৃত যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএম