ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করলেন বিসিআইসি কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, অক্টোবর ১৬, ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করলেন বিসিআইসি কর্মকর্তা ফাইল ফটো।

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিকাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রি করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রি করপোরেশন (বিসিআইসি) সিনিয়র জি এম মনজুর রেজা নেতৃত্বে চারজনের একটি টিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহমেদ কবীরসহ দুইজন। বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।