জুলাই জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের বিষয়ে একমত হলেও গণভোটের সময় ও প্রক্রিয়া এবং সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় নতুন এ সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে করেছেন।
৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ। গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়।
আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করার কথা। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ নিয়ে ঐকমত্য কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা। কোনো কোনো দল সনদে সই করার আগেই ঐকমত্য কমিশনের সুপারিশ দেখতে চায়, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে ‘সাংবিধানিক আদেশ’ জারির মাধ্যমে সংস্কারপ্রক্রিয়া আগানো না হলে তারা সনদে সই করবে না।
আরেকটি সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার না হওয়ায় জামায়াতে ইসলামীও সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এমইউএম/এমজেএফ