ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশের মনিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শুশান্ত কুমার দে মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশে মনিরামপুর এলাকার বসতবাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা তাৎক্ষণিক খবর পাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএ