ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘এক সময়ের ভুখা-নাঙ্গা জাতি আজ মেট্রোরেল চালু করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
‘এক সময়ের ভুখা-নাঙ্গা জাতি আজ মেট্রোরেল চালু করেছে’

লালমনিরহাট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এক সময়ের ভুখানাঙ্গা জাতি আজ মেট্রোরেল চালু করেছে। যার প্রথম চালক একজন মেয়ে।

আমাদের মেয়েরা আজ প্লেনও চালাচ্ছে। ’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, ‘দেশের টাকায় আমরা পদ্মা সেতু করেছি। কর্ণফুলি টানেলের কাজ চলছে। আজ মেট্রোরেল চালু হলো। দেশের এমন কোনো বাড়ি নেই, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের উন্নয়ন দেখে কিছু মানুষ হিংসায় জ্বলে যাচ্ছে। তারা অহেতুক ঢাকায় বসে আন্দোলনের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিছু মানুষ নামাজ না পড়েও জায়নামাজ নিয়ে ঝগড়া করে। এরাও সেই রকম মানুষ। ’

‘শহরের মতো সারা দেশের প্রতিটি গ্রামে সুপেয় পানি সরবরাহ করা হবে। এরই মধ্যে পাইলট প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে,’ যোগ করেন তিনি।  

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি নিজেই কাদা পানি সাঁতরে স্কুলে গিয়েছি। ইউনিফরম ছিল না, লুঙ্গি পড়ে যাইতাম। পাড়ার বড় ভাইদের পুরোনো বই কিনে কিনে পড়তাম। এখন সেই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি পেয়েছে। তারই কন্যার হাত ধরে অর্থনৈতিকসহ সব মুক্তি মিলেছে। তাই তো বছরের প্রথম দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই বিনামূল্যে পৌঁছে যাচ্ছে, ইউনিফরম কেনার টাকাও দিচ্ছে সরকার। ’ 

মোস্তফি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে রজত জয়ন্তী অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোতাহার হোসেন, সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।