আগামী ১৭ অক্টোবর শুরু হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইনডোর গেমস-২০২৫। ইনডোর গেমসে পুরুষ ও নারী এ দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার পক্ষ থেকে এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, সাংবাদিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ভিসতা সবসময়ই এ ধরনের উদ্যোগে পাশে থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। ভিসতা সবসময় খেলাধুলা ও স্বাস্থ্য সচেতন কার্যক্রমে পাশে থাকবে।
আবু সালেহ আকন বলেন, ইনডোর গেমস আমাদের নিয়মিত আয়োজনের অংশ। সদস্যদের কথা মাথায় রেখে যে ইভেন্টগুলো বাকি রয়েছে সেগুলোও আমরা আয়োজনের চেষ্টা করবো। ‘ভিসতা’ ডিআরইউ’র এই ইনডোর গেমসে স্পন্সর করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যরা পেশাগত কাজে ব্যস্ত থাকেন। ব্যস্ততার মধ্যে শরীর ও মনকে চাঙ্গা রাখার জন্য এ আয়োজন। পাশাপাশি এ বছর অন্যান্য ইভেন্টগুলোও সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।
পুরুষ সদস্যদের ইভেন্ট: দাবা, ক্যারাম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ (একক), অ্যাথলেটিক্স (২০০ মি:), সাঁতার, আর্চারি ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)।
নারী সদস্যদের ইভেন্ট: ক্যারাম (একক), লুডু ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)।
এবারের ইনডোর গেমসের স্পন্সর হিসেবে রয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভিসতা।
টিএ/আরআইএস