ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটের ট্রিপল মার্ডারের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ডিসেম্বর ২৮, ২০২২
বাগেরহাটের ট্রিপল মার্ডারের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেফতার

ঢাকা: গাজীপুর সদর এলাকা থেকে বাগেরহাটের  মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুব্রত কুমার পল্টুকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

গ্রেফতার সুব্রত কুমার পল্টু মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি এলাকার নির্মল পালের ছেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে গাজীপুর সদর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুব্রত কুমার পল্টুকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার পল্টু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ট্রিপল মার্ডার মামলার (মামলা নং-৪/৪৬১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

২০১৮ সালের ৪ অক্টোবর আদালত এই মামলার রায় ঘোষণা করেন। মূলত তার নামে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল।  গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ