ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মেট্রোরেলে এতো দ্রুত চলে আসবো কল্পনাই করিনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
‘মেট্রোরেলে এতো দ্রুত চলে আসবো কল্পনাই করিনি’

ঢাকা: কোনো ভোগান্তি ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও চলে এসেছি মেট্রোরেলে। জ্যামের ভোগান্তি দূর হয়েছে।

প্রথম বার মেট্রোরেলে চড়েছি। অনেক ভালো লাগছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছে এমন অনুভূতি প্রকাশ করলো স্কুলছাত্রী কাজী আয়েশা।

শারমিন নাজ জাহানের সঙ্গে মাইলেস্টোনে পড়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাজী আয়েশা। দিয়াবাড়ি থেকে আগে মিরপুর, মতিঝিল, শাহবাগসহ এসব এলাকায় আগে ঘুরতে বা প্রয়োজন হলে আসতেন বাসে করে। এতে দীর্ঘ জ্যামে আটকে থাকতো সে। ভোগান্তিতে পড়ত নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসতে। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হয়েছে আজ।  

উচ্ছ্বসিত কণ্ঠে আয়েশা বললো, ট্রেনের ভেতরে কোনো ধরনের ঝামেলা হয়নি। সবাই বেশ এক্সাইটেড ছিল। এতো দ্রুত চলে আসবো কল্পনাই করিনি। টিভিতে দেখি দেশের বাহিরে মেট্রোরেল চলে। এখন নিজের দেশেই মেট্রোরেল চলছে। প্রথম দিনেই সেই মেট্রোরেলে ভ্রমণ করেছি। এটাই অনেক ভালো লাগছে।

আয়েশার মা শারমিন নাজ জাহান বললেন, মতিঝিলে একটা কাজে যাবো। মেয়েকে নিয়ে তাই প্রথম দিনেই মেট্রোরেলে উঠেছি। প্রথম দিন টিকিট কাউন্টারে অনেক ভিড় ছিল। দুই ঘণ্টা লেগেছে। টিকিট কাটতে আরেকটু কম সময় লাগলে যাতায়াতটা বেশ ভালো হবে। উত্তরা থেকে এখন সহজেই মিরপুর বা মতিঝিলে যাতায়াত করা যাবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।