ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট কলেজপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুমাইয়া আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নাড়ুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সুমাইয়া আক্তার বগুড়া গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকার প্রবাসী মো. শামীমের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সুমাইয়া নাড়ুয়ামালা এলাকার নিজ বাড়ির সামনে বের হন। এর কিছুক্ষণ পর গাবতলী দিক থেকে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ঘোষণা করেন।  

এ বিষয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম জানান, বাড়ির সামনে রেললাইনে পাশে বের হওয়ার পড়ে সুমাইয়া ঘন কুয়াশায় ট্রেন দেখতে পারেননি। এজন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সুমাইয়ার মরদেহটি শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।