ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

সবজির ব্যাগে গাঁজা নিয়ে যাচ্ছিলেন রাজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, জানুয়ারি ৯, ২০২৩
সবজির ব্যাগে গাঁজা নিয়ে যাচ্ছিলেন রাজু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় সাড়ে পাঁচ কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম মো. রাজু আহমেদ।

তিনি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার আ. রাজ্জাকের ছেলে।

রোববার (৮ জানুয়ারি) রাতে উপজেলার জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে পুলিশ রাজুকে আটক করে।  

গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, বড়পিলাক থেকে সবজির ব্যাগে গাঁজা নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি রাজুকে আটক করেছে।

তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। সোমবার খাগড়াছড়ি আদালতে তাকে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।