ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে নারীর মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-মহাসড়কের কেলিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বাংলানিউজকে জানান, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন এখন পর্যন্ত না দেখা গেলেও কানের কিছু অংশ কাটা দেখা গেছে। এছাড়া তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরিচয় জানা যেতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। নিহত নারীর গলায় উড়না পেঁচানো ছিল।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।