ঢাকা: রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত বাসে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা হাতিয়ে নেওয়ার সময় অজ্ঞান পার্টির পাঁচজনকে ধরে গণপিটুনি দিয়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এই পাঁচজন হলেন আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)। আর অচেতন হওয়া বাসযাত্রী হলেন আব্দুল মান্নান (৪২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, দুপুরে রেইনবো ক্রসিংয়ে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাসের ভেতর থেকে অজ্ঞান পার্টির চেতনানাশকে অচেতন অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়। এসময় গণপিটুনিতে আহত পাঁচজনকে আটক করা হয়। এরপর তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অচেতন আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি আছেন৷ বাকি পাঁচচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আব্দুল মান্নানের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তিনি ঢাকায় উত্তরা ৩৩ নম্বর রোডের ৯ সেক্টরের একটি বাসার কেয়ারটেকার। চলন্ত বাসে অজ্ঞান পার্টির ওই পাঁচজন নেশাজাতীয় কিছু খাইয়ে মান্নানের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাসে থাকা কিছু শিক্ষার্থী বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এজেডএস/এইচএ/