ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পালিত হচ্ছে আধাবেলা সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
খাগড়াছড়িতে পালিত হচ্ছে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে পালিত হচ্ছে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি।  

রোববার খাগড়াছড়ি জেলাজুড়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হচ্ছে এই কর্মসূচি।

 

পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে দূর পাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার আঞ্চলিক সড়কেও গাড়ি চলাচল করছে না। তবে শহর ও শহরতলীতে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং চোখে পড়েনি।

প্রসঙ্গত, ১৬ থেকে ১৯ জানুয়ারি খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।