ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে মোরগ লড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, জানুয়ারি ১৫, ২০২৩
শ্যামনগরে মোরগ লড়াই

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সাকরাইন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) উপজেলার ভেটখালি নতুন ঘেরী মুণ্ডাপাড়া সংলগ্ন মাঠে স্থানীয় মুণ্ডা সম্প্রদায়ের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে শ্যামনগর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার ৫০ জনও বেশি প্রতিযোগী চার শতাধিক মোরগ নিয়ে অংশ নেন।

এর মধ্যে একটি মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলার কৈখালী ইউনিয়নের নিরাপদ মণ্ডল পরপর তিনবার জয়ী হয়ে তিনটি মোরগ জিতে নেন।  

আবার, কালিগঞ্জ উপজেলার ধামরাইল গ্রামের শিপপদ মণ্ডল চারটি মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনবার পরাজিত ও একবার জয়ী হন।

ঐতিহ্যবাহী এ মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।

মোরগ লড়াই আয়োজক কমিটির প্রধান পঞ্চানন মুন্ডা জানান, পৌষের শেষ দিনে পিঠা পার্বন উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় চার শতাধিক মোরগ নিয়ে ৫০ জন প্রতিযোগী অংশ নেন। সেই সঙ্গে মোরগের পায়ে ধারালো চাকু স্থাপনের জন্য ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ উপস্থিত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।