ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

আফতাবনগরে আগুনে বাবা-মাসহ তিন সন্তান দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, মে ১৭, ২০২৫
আফতাবনগরে আগুনে বাবা-মাসহ তিন সন্তান দগ্ধ

ঢাকা: রাজধানীর আফতাবনগরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে বাবা-মাসহ তিন সন্তান দগ্ধ হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় নিচতলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

পরে তাদের উদ্ধার করে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন- তোফাজ্জল (৩২), তার স্ত্রী মানসুরা (২৪) এবং তাদের তিন সন্তান তানিশা (২৪), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

জানা যায়, আফতাবনগর দক্ষিণ আনন্দনগর এলাকার একটি বাসার নিচতলায় স্বামী-স্ত্রী তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতো। লিকেজের কারণে বাসায় জমে থাকা গ্যাসে কোনো কারণে আগুনের স্পর্শে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বাসার ভেতরে থাকা স্বামী-স্ত্রীসহ তাদের তিন কন্যা সন্তান দগ্ধ হয়। ঘটনার পরপরই লোকজন আগুন নিভিয়ে ফেলে।

স্থানীয় মুদি দোকানদার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যতটুক জানতে পেরেছি ঘরের মধ্যে লিকেজের কারণে জমে থাকা গ্যাসে যেকোনো কারণে আগুনের স্পর্শে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই তারা দগ্ধ হন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আমার মুদি দোকান ১০০ গজ দূরে। তবে যারা দগ্ধ হয়েছেন তারা গরিব মানুষ।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে পরে জানা যাবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার শাজাহান হোসেন জানান, রাতে রাজধানীর আফতাবনগরে একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে খবর আসে আগুন নিভে গেছে।  

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।