ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রমেকে ভর্তি নানাকে ভাত দিয়ে আর ঘরে ফেরা হলো না মামুনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জানুয়ারি ২০, ২০২৩
রমেকে ভর্তি নানাকে ভাত দিয়ে আর ঘরে ফেরা হলো না মামুনের

রংপুর: রংপুরের মর্ডান মোড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক মামুন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধান গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার রসুলপুর গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়।

নিহত মামুনের স্বজন রোকনুজ্জামান জানান, রমেকে ভর্তি নানাকে ভাত দেওয়ার জন্য মিঠাপুকুর থেকে এসেছিলেন তিনি। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।