ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেলস্টেশনে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়নের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
রেলস্টেশনে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়নের নির্দেশ

ঢাকা: রেলস্টেশনগুলোয় নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। অংশ নেন কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. নূরুজ্জামান বিশ্বাস, খালেদা খানম ও নার্গিস রহমান

বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়মিতভাবে এলাকাভিত্তিক উঠান বৈঠক আয়োজন; বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিতকরণ; পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও অফ-পিক আওয়ারে প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ; লোডশেডিং বিষয়ে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ গ্রহণে হটলাইন চালু বিষয়ে আলোচনা হয়।

জনসাধারণের সহজে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে বিআরইবি-র মনিটরিং সেলের কার্যক্রম; ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তন; বিতরণ লাইন নির্মাণ; পোল স্থানান্তর; আপগ্রেডেশন কাজে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা; বিদ্যুতের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া কার্বন নিঃসরণ কমিয়ে নেট জিরো অর্জনে কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। এ সময় রেলস্টেশনগুলোয় রুফটপ সোলার স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, স্রেডা-র চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।