ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১৬ কেজি হরিণের মাংসসহ আটক ২ শিকারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বাগেরহাটে ১৬ কেজি হরিণের মাংসসহ আটক ২ শিকারি

বাগেরহাট: সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুই চোরাশিকারিকে আটক করেছে বন বিভাগ। রোববার (২২ জানুয়ারি) ভোরে  সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ১৬ কেজি হরিণের মাংস, আটককৃতদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা, ১৫০টি ফাঁদ ও ২৫০ ফুট নাইলন সুতা জব্দ করেন বনরক্ষীরা।

আটক দুই হরিণ শিকারি হলেন- পিরোজপুরের পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নিজাম (৪৫) ও করমজাতলার রতন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।

শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, নিয়মিত টহলের সময় ডিমের চর এলাকা থেকে দুই চোরা শিকারিকে আটক করা হয়। তাদের নামে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।