ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

রামগতিতে জব্দকৃত সাড়ে ৬ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জানুয়ারি ২৪, ২০২৩
রামগতিতে জব্দকৃত সাড়ে ৬ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সাড়ে ৬ লাখ মিটার সুতা মিশ্রিত কারেন্ট জাল বিনষ্ট করেছে মৎস্য প্রশাসন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সিরহাট নদীর ঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

সি‌নিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জ‌সিম উ‌দ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ক‌ম্বিং অপারেশনের ৬ষ্ঠ দিনে মঙ্গলবার কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীর আবদুল্যার চর, গাবতলী, কা‌লির খাল,‌ সেন্টার ঘাট এলাকায় অভিযান চা‌লিয়ে আনুমা‌নিক ৬ লাখ ৫০ হাজার স্কয়ার মিটার সুতা মি‌শ্রিত কারেন্ট জাল ও একক কারেন্ট জাল জব্দ করে। জালগুলো স্থানীয় মু‌ন্সির হাট নদীর ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ