ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন বুধবার এ টি এম মোস্তফা কামাল, মজিবুর রহমান ভূঁইয়া, মো. নজরুল ইসলাম ও এ জেড এম রফিকুল হাসান রিপন (বাঁ থেকে)

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন বুধবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫ পদের জন্য লড়ছেন ৩০ প্রার্থী।

 

নির্বাচন উপলক্ষে দুই প্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি সভা মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।  

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪০ জন। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে তাদের ভোট এবং দোয়া চাচ্ছেন।  

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এ এন এম মাইনুল ইসলাম।  

নির্বাচনে অংশ নেওয়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. আবদুল সাত্তার, জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাবুদ্দিন আবু সোহেল  চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম, সম্পাদক ফরমস অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরি অ্যাডভোকেট সালমা আক্তার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডভোকেট বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন পরাজি, রানিং অডিটর অ্যাডভোকেট মাসুদ রানা পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডভোকেট মো. আবদুল্লা-আল-মামুন-২, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডভোকেট তৌহিদ আহম্মেদ পাটওয়ারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডভোকেট তাছলিমা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন ও অ্যাডভোকেট রিয়াদ হোসেন (মুনতাসির)।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম তরুন, জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কাইউম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরমস অ্যাডভোকেট মো.  কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডভোকেট রেজাউর রহমান, জেনারেল অডিটর অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রানিং অডিটর অ্যাডভোকেট জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডভোকেট মো. আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট মোসাম্মৎ রোজিনা বেগম ও অ্যাডভোকেট মো. সানজিদ হাসান (সানি)।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।