ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জানুয়ারি ২৫, ২০২৩
জয়পুরহাট কারাগারে হাজতির মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট জেলা কারাগারের আব্দুল মোমিন (৩৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) গভীর রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৫ এপ্রিল একটি মাদক মামলায় কারাগারে আসেন জয়পুরহাট পৌর এলাকার ধানমন্ডি মহল্লার মজিবর রহমানের ছেলে আব্দুল সোমিন। ২৪ জানুয়ারি গভীর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারারক্ষীরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আব্দুল মোমিন মাদকসেবী হওয়ায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে জানান জেলার কামরুল ইসলাম।  

মৃত আব্দুল মোমিনের ছোট ভাই ফারুক হোসেন বলেন, আমার বড় ভাই নিয়মিত মাদক সেবন করতেন। তার অত্যাচারে আমার মা মোমেনা বেগম বাদী হয়ে মাদক মামলা দায়ের করেন। পরে কারাগারে থাকা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে কারাগার কর্তৃপক্ষ কর্তৃক আমি জেনেছি। তবে এ বিষয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।