ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি দোতলা বাসের ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, জুলাই ২৯, ২০২৫
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি দোতলা বাসের ধাক্কা পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

ঢাকা: রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের পিলারে বিআরটিসি একটি দোতলা বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী আহত হয়েছেন।

পাশাপাশি বাসটির ওপরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফার্মগেটের ইন্দ্রিরা রোডের তেজগাঁও কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি জানান, ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র্যাম্পের পিলারের সঙ্গে বিআরটিসি দোতলা বাসের ধাক্কা লেগেছে। এতে বাসের একজন যাত্রী আহত হলেও বিআরটিসি কর্তৃপক্ষ ওই যাত্রীর সঙ্গে সমঝোতা করে নেওয়ায় থানায় কোনো অভিযোগ করেননি তিনি। বাসটি বর্তমানে বিআরটিসি কর্তৃপক্ষ তাদের হেফাজতে ডিপোতে নিয়ে গেছে।

এদিকে বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

এসসি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।