ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, জুলাই ৩০, ২০২৫
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা

ঢাকা: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।

এটি চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ওয়াশিংটনে এসে পৌঁছেছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।  

এই প্রতিনিধি দলে আরও আছেন- প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান  ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি।

এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।