ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খেলার মাঠ কেটে পুকুর খননের অভিযোগ তদন্তের আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জানুয়ারি ২৬, ২০২৩
খেলার মাঠ কেটে পুকুর খননের অভিযোগ তদন্তের আদেশ

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে খেলার মাঠ কেটে পুকুর খননের অভিযোগ তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আদালতের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মোতাহের হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


 
গত ২১ জানুয়ারি পত্রিকার সংবাদে পুকুর খননের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। এতে উল্লেখ করা হয়েছে, তেঘরিয়া গ্রামের বুলু মিয়া নামে এক ব্যক্তি তেঘরিয়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরটি থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে পুকুর খনন করছেন।
 
এর পরিপ্রেক্ষিতে গত বুধবার আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের পুলিশ সুপারকে একজন দক্ষ তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আদেশ দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণ করে লিখিত আকারে জানানোর জন্য।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।