রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. রুবেল হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সালাউদ্দিন সুমন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম গ্রামের বাসিন্দা।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে খিলগাঁও সি ব্লক এলাকার একটি বাসা থেকে মো. রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সালাউদ্দিন সুমন হত্যাকাণ্ডের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ১৯ জুলাই খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী কাজিবাড়ী রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা করা হয় সালাউদ্দিন সুমনকে।
পরে নিহতের স্ত্রী ফাতেমা আক্তার তমা বাদী হয়ে মামলা করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, তৎকালীন কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় নেতাদের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি নাম না জানা (অজ্ঞাত) আরও অনেকের বিষয় উল্লেখ করা হয়।
বর্তমানে তিনি খিলগাঁও থানার পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। এর আগে একই সন্দিগ্ধ মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে (৩৯) গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
** গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার
এজেডএস/আরএ