ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জানুয়ারি ২৭, ২০২৩
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের গৌরনদীতে বালুবাহী ট্রলি ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে জুলহাস হাওলাদার (৫৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুলহাস জেলার উজিরপুর উপজেলার সাতলা এলাকার মাজেদ হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ইজিবাইকচালক জুলহাসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।