ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় পাওনাদারের মারপিটে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মাগুরায় পাওনাদারের মারপিটে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

মাগুরা: মাগুরায় পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের মারপিটে ঘটনায় এক ফল ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ জানুয়ারি) জেলার মহম্মদপুর উপজেলা রাজাপুর ইউনিয়নের রজপাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ীর নাম রতন কুমার বসু (৫২)। তিনি এ গ্রামের মৃত নির্মল কুমার বসুর ছেলে।

নিহতের ছোট ভাই বাপ্পি বসু অভিযোগ করেন, তার ভাই রতন বসু মাগুরা থেকে রনি মল্লিক নামে এক পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার ফল কিনে স্থানীয় রাজাপুর বাজারে খুচরা বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনের কারণে রনি মল্লিকের কাছে রতন বসু লাখ টাকার ওপরে দেনা হয়ে যান।

এ দেনার টাকা আদায় করতে রনি মল্লিকসহ তার লোকজন শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রতন বসুর বাড়িতে গিয়ে তাকে মারপিট করে। এ সময় তাকে অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (২৯ জানুয়ারি) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশিত কুমার রায় জানান, রাজপাট গ্রামের ফল ব্যবসায়ী রতন বসু পাওনাদারের মারপিটের আহত হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।