ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আম বাগান থেকে ১৮ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, জানুয়ারি ৩১, ২০২৩
নওগাঁয় আম বাগান থেকে ১৮ ককটেল উদ্ধার

নওগাঁ: নওগাঁর মান্দায় আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।  

সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগান থেকে এ সব ককটেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।  

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ