ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবশেষে কূপ থেকে উঠে এলো সাহারুলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
অবশেষে কূপ থেকে উঠে এলো সাহারুলের মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কূপ খুড়তে গিয়ে কাদা-মাটিতে আটকে যান শ্রমিক সাহারুল ইসলাম (১৯)। তাকে উদ্ধারে কূপের চারপাশে জড়ো হওয়া স্বজনসহ হাজারো মানুষের আর্তনাদ-উৎকণ্ঠা।

দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর অবশেষে কূপ থেকে রশিতে উঠে আসে সাহারুলের মরদেহ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাহারুলের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে ওই ঘটনা ঘটে।  

নিহত সাহারুল ইসলাম কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামেরর ছেলে।

স্থানীয়রা জানান, সাহারুল একই গ্রামের সিপন মিয়ার বাড়িতে সেফটিক ট্যাঙ্কির কূপ খননের কাজ করছিলেন। এসময় পুরাতন কূপের পাশে নতুন একটি কূপ খননকালে সেখানে কাদামাটি ও ময়লার মধ্যে আটকে যান তিনি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। দুই ঘণ্টা পর অবশেষে কূপে আটকা পড়া শ্রমিক সাহারুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।