ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজিবির অভিযান, ১৩০ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
বিজিবির অভিযান, ১৩০ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান জব্দ

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এসময় সর্বমোট ১৩০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান মাদক ও নেশাজাতীয় দ্রব্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৫ লাখ ২৩ হাজার ২৬৮টি ইয়াবা ট্যাবলেট। তিন কেজি ১৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। ৮ কেজি ৮৩২ গ্রাম হেরোইন। ১৪ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল। ২২ হাজার ৭২৮ বোতল বিদেশী মদ, ৫ হাজার ২২৯ ক্যান বিয়ার। ১৩৩ লিটার বাংলা মদ, ২ হাজার ৫০১ কেজি গাঁজা, ১ লাখ ৯৩ হাজার ২৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট। ১৯ হাজার ২৮৯টি নেশা জাতীয় ইনজেকশন। ১০ হাজার ৯৪৭টি ইস্কাফ সিরাপ, ৯০৫ বোতল এমকেডিল/কফিডিল ও ৬ লাখ ৮৬ হাজার ৫৩৪টি বিভিন্ন প্রকার ওষুধ। ৩৫ হাজার ৩৩০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৮৮ হাজার ৫৯টি অন্যান্য ট্যাবলেট।  

এছাড়া জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে- ৩১ কেজি ৬২৮ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ৬১ গ্রাম রূপা, ১ লাখ ৬২ হাজার ১০৯টি কসমেটিকস সামগ্রী। ২২ হাজার ৫১০টি ইমিটেশন গহনা। ১০ হাজার ৭৮৯টি শাড়ি, ৫ হাজার ৭৬৩টি থ্রি-পিস/শার্ট-পিস/চাদর/কম্বল, ২ হাজার ৭১২টি তৈরী পোশাক, ৩ হাজার ৩৮৬ ঘনফুট কাঠ, ৩ হাজার ৯৪২ কেজি চা পাতা। ৮৬ হাজার ৭১৪ কেজি কয়লা ও ২টি কষ্টি পাথরের মূর্তি।  

এছাড়াও ৪৭ কেজি কচ্ছপের শুটকি, ১ হাজার ৯৫০ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৭৪ কেজি কীটনাশক, ৭টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার, ২০টি সিএনজি/ইজিবাইক এবং ৭৯টি মোটরসাইকেল।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন, ১টি মর্টার শেল, ১টি ৬০ মি. মি. মর্টারের গোলা এবং ১৩০ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫২ জন বাংলাদেশী নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।     

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।