ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ময়লার ডাম্পিং প্রজেক্ট পরিদর্শন জাপান রাষ্ট্রদূতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, ফেব্রুয়ারি ৫, ২০২৩
নারায়ণগঞ্জে ময়লার ডাম্পিং প্রজেক্ট পরিদর্শন জাপান রাষ্ট্রদূতের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জালকুড়ি ময়লার ডাম্পিং প্রজেক্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি প্রজেক্ট পরিদর্শনে আসেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রজেক্টের বিস্তারিত জানেন।

এ সময় প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, এটি চালু হলে পরিবেশ দূষণ কমে আসবে, অপচয় কমবে এবং বাসযোগ্য আরও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

পরে রাষ্ট্রদূত জানতে চান বর্জ্য থেকে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা।

উত্তরে সংশ্লিষ্টরা জানান, তারা আপাতত ভালো বিনিয়োগকারী খুঁজবেন। তারপর এ প্রজেক্টের পরবর্তী ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাপান অ্যাম্বেসির কর্মকর্তারা, নাসিকের কর্মকর্তারা ও প্রজেক্ট সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।