ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ট্রাফিক সার্জেন্টকে গালাগালি, সহকারী কর কমিশনার বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, আগস্ট ১১, ২০২৫
ট্রাফিক সার্জেন্টকে গালাগালি, সহকারী কর কমিশনার বরখাস্ত ফাতেমা বেগম

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করায় কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১০ আগস্ট) এনবিআর চেয়ারম্যানের সই করা এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়, গত ১২ এপ্রিল রাত ৮টায় প্রাইভেটকারে অবস্থানকালে লালবাগের পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী রাস্তার উপর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ির কাগজপত্র দেখাতে বললে ফাতেমা বেগম গাড়ির কাগজপত্র সঠিক আছে বলে কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র দেখাতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায়  গালিগালাজ করেন।

এরপর ট্রাফিক সার্জেট শাহা জামাল তার বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেন। ১৩ এপ্রিল পেনাল কোড-১৮৬০ এর ১৮৬/৩৫৩/৩৩২/১৭৯/১১৪ ধারা অনুযায়ী মামলাটি করা হয়।

এনবিআরের নির্দেশনায় বলা হয়, ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩ (খ) অনুযায়ী ফাতেমা বেগম ‘অসদাচরণ’ করেছেন। সে অনুযায়ী ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।