ঢাকা: ২০১৮ সালে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জুলহাসকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার জুলহাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর ভাষানটেক থানায় ১টি ধর্ষণ মামলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় ১টি মাদক মামলা রয়েছে।
২০১৮ সালে ঘটনার ৮ মাস আগে থেকে ঢাকার ভাষানটেক এলাকায় জুলহাস এবং ভিকটিমের পরিবার পাশাপাশি বাসায় ভাড়া থাকতো। ভিকটিমকে বাসায় একা পেয়ে নেশাগ্রস্ত করে ধর্ষণ করে। ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে জুলহাস পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ভাষানটেক থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় একবার গ্রেফতার হয়ে ২৮ মাস জেল খেটে জামিনে মুক্তি পায় জুলহাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত জুলহাসের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেন। রায়ের পর থেকে সে পলাতক জীবন-যাপন করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব-৩ অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
পিএম/এমজেএফ