ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাম্যের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন ছাত্রদলের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, মে ১৫, ২০২৫
সাম্যের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া আয়োজিত হবে।

বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ওয়াসী তামী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল আগামীকাল শুক্রবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।